ছাত্রদলের সভাপতি রনি গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৮:০৯ এএম
ছাত্রদলের সভাপতি রনি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১) আগস্ট রাত সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা-পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রনি একাধিক মামলার আসামি। ওই সব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ফতুল্লা থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

এদিকে মশিউর রহমান রনির ভাই রানা বলেন, কী কারণে, কোন মামলায় তাকে আটক করেছে, পুলিশ তা জানায়নি। রনির বিরুদ্ধে করা সব মামলায় জামিন নেওয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গত ১৭ আগস্ট শহরের মাসদাইর এলাকায় মজলুম মিলনায়তনে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্যে রনি বলেন, “ঢাকার কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। আমি জানি না পুলিশ কাদের লোক। তারা কি সাধারণ জনগণের নাকি একক শেখ হাসিনার? আমি বলে দিতে চাই যদি একক শেখ হাসিনার হয়ে থাকেন আপনারা যে পোশাক পরিধান থাকেন, সেটা জনগণের ট্যাক্সের টাকায় কেনা। যদি ছাত্রদল চিন্তা করে, তারেক রহমান চিন্তা করে, পুলিশের সেই পোশাক খুলে ফেলবে। সেটা আমাদের ওয়ান টুর ব্যাপার মাত্র। ছাত্রদল পুলিশ প্রতিহত করবে।”

তার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ রনিকে গ্রেপ্তার করতে পারে বলে আশঙ্কা করছেন তার পরিবার। 

২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর আরামবাগ থেকে রনিকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি পান।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!