• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চ্যানেল টোয়েন্টিফোরের পাশের ভবনের আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০২:৫৯ পিএম
চ্যানেল টোয়েন্টিফোরের পাশের ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের পাশের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি গণমাধ্যমকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক নিশ্চিত করে বলেন, “ভবনটিতে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি।”

দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Link copied!