• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

চার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০১:৩৬ পিএম
চার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রকল্পের আওতায় নবনির্মিত চারটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এসব প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী।

বুধবার (১২ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী প্রকল্পগুলো উদ্বোধন করেন।

নবনির্মিত ৪টি প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা এয়ারপোর্ট মহাসড়কে শহিদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন পথচারী আন্ডারপাস, সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক ৪ মহাসড়ক, বালুখালী (কক্সবাজার)-ঘুনধুম (বান্দরবান) সীমান্ত সংযোগ সড়ক এবং রাঙামাটি জেলার নানিয়ারচর চেঙ্গী নদীর ওপর ৫০০ মিটার দীর্ঘ সেতু।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‌‘স্কুল কর্তৃপক্ষের নিজস্ব ট্রাফিক ব্যবস্থা থাকতে হবে। শিক্ষার্থীরা নিরাপদে সড়ক পার হতে পারে তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উদ্যোগ নিতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিজেদের লোক দিয়ে শিক্ষার্থীদের সড়ক পারাপারে সাহায্য করবে। পাশাপাশি ট্রাফিক পুলিশও থাকবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিতে পারে শিক্ষা মন্ত্রণালয়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ট্রাফিক রুলস সম্পর্কে ছোটবেলা থেকেই ছেলেমেয়েদের শেখাতে হবে। শিক্ষার্থীদের সচেতন হতে হবে। পথচারীরা সতর্ক থাকলে সড়ক দুর্ঘটনা কমবে। মোবাইল কানে নিয়ে কখনোই সড়ক পার হওয়া যাবে না।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Link copied!