• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চাকু-ব্লেড দিয়ে ছিনতাই করত তারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৯:১৬ পিএম
চাকু-ব্লেড দিয়ে ছিনতাই করত তারা

ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে রাজধানীর শাহবাগ এলাকা থেকে চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

তারা হলেন মো. জাহিদ ওরফে বুলেট (২২), মো. সুজন (৩০), মো. কাদের ওরফে সানি (৩০) ও সাইফুল ইসলাম প্রামাণিক (২৬)।

সোমবার (২১ মার্চ) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর এ তথ্য জানান।

মো. খায়রুল কবীর বলেন, “র‌্যাব-৩ এর একটি দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর শাহবাগ এলাকায় কতিপয় ছিনতাইকারী দীর্ঘদিন ধরে পথচারীদের ভয়ভীতি দেখিয়ে এবং জখম করে মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকারের মতো মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।”

ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল আজ (রোববার) শাহবাগ এলাকায় অভিযান পরিচালনা করে দুটি চাকু, দুটি ব্লেড, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৭৭০ টাকা জব্দসহ চার ছিনতাইকারীকে আটক করা হয় বলে জানান তিনি।

মো. খায়রুল আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানায়, চারজনই দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী, রিকশা আরোহী, বাস আরোহী ও সিএনজি যাত্রীদের কাছ থেকে মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Link copied!