• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চলে গেলেন দুই সন্তান হারানো রাসেলও


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০২:২৬ পিএম
চলে গেলেন দুই সন্তান হারানো রাসেলও

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ রাসেল শেখ (৩৮) নামে আরও এক জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) সকাল ৯টা ৫৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, আগুনে রাসেলের দুই সন্তান জীবন (১৪) ও ইমন (৯) লঞ্চেই মারা গিয়েছিল। এছাড়া তার শাশুড়ি মনোয়ারা বেগম (৬০) এবং শ্যালকের স্ত্রী রুমা (২০) ও রুমার মেয়ে অহনা (৩) আগুনে দগ্ধ হয়ে  মারা যায়।

রাসেলের স্ত্রী পুতুল এবং পুতুলের বড় ভাই কালু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ডা. এস এম আইউব হোসেন বলেন, “গত ২৪ ডিসেম্বর ঝালকাঠি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রাসেল আমাদের এখানে ভর্তি হন। আজ (সোমবার) আইসিসিইউ ১২ নম্বর বেডে মারা যান তিনি। তার শরীরের ১৮ শতাংশ দগ্ধ এবং শ্বাসনালি পুড়ে গিয়েছিল।”

নিহত রাসেলের ছোট ভাইয়ের স্ত্রী ময়না জানান, রাসেল একটি রুটির দোকানের ভ্যানগাড়ি চালাতেন। তার বাসা সবুজবাগ থানার মাদারটেক এলাকায়। তিনি  ঢাকা থেকে বেড়াতে পরিবারসহ ঝালকাঠিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

Link copied!