• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চলতি মাসেই বুস্টার ডোজের প্রস্তুতি : স্বাস্থ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০১:৪৭ পিএম
চলতি মাসেই বুস্টার ডোজের প্রস্তুতি : স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজের প্রস্তুতি চলতি মাসেই শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বুস্টার ডোজে অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ ও ফ্রন্টলাইনাররা। 

সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রীসভার বৈঠক শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রস্তুতি চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রস্তুতি সেটাও হয়ে যাবে। আইসিটির প্রস্তুতিটাও আমরা করে ফেলতে পারব। একটা প্রায়োরিটি সেট করতে হয়। সে অনুযায়ী যারা বয়স্ক বা মৃত্যু ঝুঁকি বেশি, তাদের আমরা আগে দেবো।”

জাহিদ মালেক আরো বলেন, “যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, আমরা দেবো। আমাদের প্রায়োরিটি হলো যারা এখনও এক ডোজও পায়নি, তাদের কিন্তু আমরা প্রায়োরিটিতে রাখব। পাশাপাশি যারা বয়স্ক, তাদের দেবো। সকলকে দেয়ার পরে উন্মুক্ত করার পরিকল্পনা আমাদের রয়েছে।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত ১১ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। চলতি মাসে আরও দেড় থেকে দুই কোটি টিকা দেওয়া হবে।

Link copied!