• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ঘাতক বাসটি চালাচ্ছিলেন পুলিশের এএসআই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ০৯:৪১ এএম
ঘাতক বাসটি চালাচ্ছিলেন পুলিশের এএসআই

রাজধানীর গুলিস্তান এলাকায় রোড ডিভাইডার ভেঙে এক পথচারীর প্রাণ নেওয়া শ্রাবণ পরিবহনের একটি বাসটি চালাচ্ছিলেন পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। পল্টন থানার এএসআইয়ের নাম এমাদুল হক। তাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে গুলিস্তানে জিপিও মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি প্রথমে গুলিস্তান সংলগ্ন কাপ্তান বাজারের সামনে একজন পুলিশ কনস্টেবলকে ধাক্কা দেয়। এরপরে চালক ও তার সহকারী বাসটি ফেলে পালিয়ে যায়। তখন এএসআই এমাদুল হক নিজেই বাসটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাসটি আহাদ পুলিশ বক্সের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনজন পথচারী। 

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, বিকেলে শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর ওঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। পরে হাসপাতালে একজন মারা গেছেন।

এদিকে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার জন্য দায়ী পুলিশের এএসআই এমাদুল হককে আটক করেছে পুলিশ। 

Link copied!