গ্রাহকের ভিড় নেই ব্যাংক কার্যদিবসের প্রথম দিনে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৩:৫০ পিএম
গ্রাহকের ভিড় নেই ব্যাংক কার্যদিবসের প্রথম দিনে

করোনা ভাইরাস মহামারির প্রকোপ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউন ২৩ জুলাই (শুক্রবার) থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) শুরু হয়েছে। এই লকডাউনে অন্য সকল কিছু বন্ধ থাকলেও সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয়েছে ব্যাংক। ঈদের ছুটি শেষে ব্যাংকগুলো আজ রোববার থেকে গ্রাহকের চাহিদা অনুযায়ী শাখা খোলা রাখা হয়েছে। সেই সাথে খোলা আছে শেয়ার বাজারও। কিন্তু আজ প্রথম দিনে গ্রাহকের তেমন কোনো ভিড় দেখা যায়নি ব্যাংক গুলোতে। 

স্বাভাবিক সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন চালু রাখলেও এবার করোনা সংক্রামণ রোধে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যেই গ্রাহকদের সমস্ত লেনদেন সম্পন্ন করতে হবে। 

সরকারি ২৩ দফা নির্দেশনায় ব্যাংকিং খাত নিয়ে বলা হয় “ব্যাংকিং/বীমা/আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।”

পরে ১৩ জুলাই এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত বিধিনিষেধ চলাকালে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এই সময়ে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের জরুরি বিভাগগুলোসহ নিজ বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে ব্যাংকগুলো। এই সময়ে কার্ডের মাধ্যমে লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এটিএম বুথগুলোয় পর্যাপ্ত নোট সরবরাহ চালু রাখতে হবে। বিধিনিষেধ চলাকালে ব্যাংকের কর্মকর্তা/ কর্মচারীদের অফিসে যাতায়াতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Link copied!