• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘গ্যাসের দাম বাড়ানো হলে জনগণ মেনে নেবে না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ১২:৪০ পিএম
‘গ্যাসের দাম বাড়ানো হলে জনগণ মেনে নেবে না’

গ্যাসের দাম বাড়ানো হলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দাম বাড়ালে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান শেষে এ মন্তব্য করেন রিজভী।

রিজভী বলেন, “দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে। সরকার উন্নয়নের কথা বলছে। নানা ধরনের মনভোলানো কথা বলছে। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে মানুষ না খেয়ে দিনযাপন করছে। সরকারি অব্যবস্থাপনার কারণে কর্মসংস্থান নেই, কোটি কোটি যুবক বেকার। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হচ্ছে।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, “শুধু নিম্নমধ্যবিত্ত, মধ্য-মধ্যবিত্ত মানুষ নয়, সরকারি-বেসরকারি কর্মকর্তাও টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন। আজকে সংবাদপত্রে আছে মা এসে লাইনে দাঁড়াচ্ছে, মেয়ের বিয়ে হয়েছে সে-ও আরেক এলাকা থেকে এসে লাইনে দাঁড়াচ্ছে। এতে বোঝা যাচ্ছে, শুধু দুর্ভিক্ষের ছায়া না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা সরকারের নেই।”

স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন আলমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

Link copied!