• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৯:৫২ পিএম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর রূপনগরে শিয়ালবাড়ির এক বস্তিতে শারমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) বিকেলে শিয়ালবাড়ি সাত্তারের বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিহতের স্বামীর দাবি, শারমিন আত্মহত্যা করেছেন।

নিহতের স্বামী আজহারুল ইসলাম বলেন, “আমি দিনমজুরের কাজ করি। কাজে থেকে ফিরে এসে আমি আমার ঘরে ঘুমিয়ে পরি। ঘুম থেকে জেগে দেখি স্ত্রী শারমিন আক্তার কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত রয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

আজহারুল আরো বলেন, “আমরা দেড় বছর আগে প্রেম করে বিয়ে করেছি। আমার সঙ্গে তার কোনো কথা কাটাকাটি বা মনোমালিন্য হয়নি। তবে কেন সে আত্মহত্যা করল তা বুঝতে পারছি না।”

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

Link copied!