• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ১২:৩৮ পিএম
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

রাজধানীর সাভারের আশুলিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আসাদুজ্জামান রকি (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে আশুলিয়া থানা উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১৪ মার্চ) রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকার কাঠগড়া বাজার থেকে অভিযান চালিয়ে ধর্ষকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার আসাদুজ্জামান দিনাজপুর জেলার হাকিমপুর থানার নওপাড়া গ্রামের  আব্দুল হান্নান হকের ছেলে। তিনি ওই এলাকায় স্ত্রীসহ ভাড়া থাকেন।

ভুক্তভোগীর স্বামী জানান, ধর্ষক রকি তার প্রতিবেশী। রকির স্ত্রী পোশাক কারখানায় কাজের সুবাদে দিনের বেলায় তিনি বাসায় একা থাকতেন। সোমবার সকালে রকি গ্যাস সিলিন্ডারের সমস্যার কথা বলে ভুক্তভোগী নারীকে কৌশলে তার রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন। 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম জানান, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। সেই সঙ্গে একটি মামলা করে ও আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Link copied!