• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:০২ পিএম
গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৩ জনের।

শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, গত এক দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার ৩৩৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৮৩ হাজার ১৩৮।

করোনা বেড়ে যাওয়ায় সোমবার (২৮ জুন) থেকে আবারও সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার।

শুক্রবার (২৫ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, “২৮ জুন থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ থাকবে। তা আরও বাড়াতে পারে। লকডাউন কঠোরভাবে মানার জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হবে।”

জরুরি সেবা দেওয়ার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে, তবে সাংবাদিকদের গাড়ি ও ইন্টারনেট সেবা দেওয়ার কাজে ব্যবহৃত যানবাহনও চলবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!