গণমাধ্যমের গাড়ি আটকে রেকার ভাড়া আদায় করল পুলিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৮:০১ পিএম
গণমাধ্যমের গাড়ি আটকে রেকার ভাড়া আদায় করল পুলিশ

চলমান ‌‘কঠোর লকডাউনে’ গণমাধ্যমের যানবাহন চলাচল নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকলেও সেই নির্দেশনা মানছে না ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অনেক কর্মকর্তা।

বিভিন্ন জায়গায় গণমাধ্যমের গাড়ি আটকে জরিমানা আদায়ের অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে রাজধানীর রামপুরা-বনশ্রী মোড়ে অনলাইন নিউজ পোর্টাল ‘সংবাদ প্রকাশে’র কর্মী পরিবহনের কাজে নিয়োজিত সিএনজিচালিত অটোরিকশা আটকে রেকার ভাড়া আদায় করেন সেখানকার কর্তব্যরত পুলিশ সদস্যরা।

চলমান লকডাউনের শুরু থেকেই ঢাকা মেট্রো-থ ১৬-৩৭৯৯ নাম্বারের সিএনজিটি ‘সংবাদ প্রকাশে’র কর্মী পরিবহনের কাজে নিয়োজিত। আজ সকালে সিএনজিটি কর্মী পরিবহনের জন্য ডেমরা যাওয়ার পথে রামপুরা পুলিশ বক্সের সামনে এর গতিরোধ করেন ট্রাফিক পরিদর্শক (টিআই) রাশেদুল। এই সময় চালক সিএনজির কাগজপত্র দেখান এবং এটি সংবাদকর্মী পরিবহনের কাজে নিয়োজিত বলে জানায়। কিন্তু কর্তব্যরত পুলিশ সদস্য তাতে কর্ণপাত না করে এক হাজার ২০০ টাকা রেকার বিল করেন।

পরে ‘সংবাদ প্রকাশে’র জ্যেষ্ঠ সহ-সম্পাদক প্রণব আচার্য্য ঘটনাস্থলে গিয়ে কোনো অভিযোগে গণমাধ্যমের সিএনজি আটক করা হয়েছে জানতে চান।

তখন টিআই রাশেদুল দাবি করেন, নিষেধাজ্ঞায় সিএনজি চলাচল নিষিদ্ধ। এছাড়া সিএনজিটিতে কোনো সংবাদকর্মী না থাকায় তিনি জরিমানা করেছেন। পরে ৬০০ টাকা রেকার বিল দেওয়ার পর সিএনজিটি ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ বলেন, “লকডাউনে গণমাধ্যমে যানবাহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই।”

কোনো সিএনজিকে জরিমানা করা হলো তা তিনি খোঁজ নিয়ে জানাবেন।

এ বিষয়ে রামপুরা ট্রাফিক জোনের টিআই মশিউর ‘সংবাদ প্রকাশে’র সঙ্গে যোগাযোগ করেন। 

‘সংবাদ প্রকাশে’র কর্মী পরিবহনের কাজে নিয়োজিত সিএনজিকে জরিমানা করার বিষয়ে মশিউর দুঃখ প্রকাশ করেন

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!