• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

খালেদার নামে ১১ মামলার শুনানির দিন ধার্য


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০২:৩৫ পিএম
খালেদার নামে ১১ মামলার শুনানির দিন ধার্য

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ১১ মামলার শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।

তাপস কুমার পাল জানান, রাজধানীর বিভিন্ন থানায় খালেদা জিয়ার নামে ১১টি মামলা রয়েছে। তার মধ্যে দারুস সালাম থানায় ৮টি, যাত্রাবাড়ী থানায় ২টি ও রাষ্ট্রদ্রোহের ১টি মামলা।

করোনার কারণে আদালতের স্বাভাবিক বিচারকাজ স্থবির হয়ে পড়েছে উল্লেখ ওই সরকারি কৌঁসুলি আরও বলেন, তবে এখন আদালতের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। খালেদা জিয়ার নামে করা ১১ মামলার শুনানির জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

বর্তমানে এসব মামলা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। মামলাগুলো অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে।

Link copied!