বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়ে আজই (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠাবে আইন মন্ত্রণালয়।
বুধবার (১৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।
আনিসুল হক বলেন, “ওনারা আরেকটা দরখাস্ত করেছেন, এক্সটেনশনের। সেই দরখাস্তটা আমার কাছে এসেছে। আমরা মতামত পাঠিয়ে দেব। সেই মতামত জানবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।”
আইনমন্ত্রী আরও বলেন, “খালেদা জিয়াকে তো জামিন দেওয়া হয়নি, জামিন দেন আদালত। যেটা করা হয়েছে সেটা হচ্ছে, দুই-আড়াই বছর আগে ওনার বিষয়ে পারিবারিকভাবে একটা দরখাস্ত করা হয়। সেটাতে কোনো আইনের উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে একটা আইনের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছিল। এটা কিন্তু জামিন না, এটা মুক্তি।”