• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
তাজরীন ট্র্যাজেডি

ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের বিচারের দাবি


সাভার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ১১:৫১ এএম
ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের বিচারের দাবি

সাভারে তাজরীন ফ্যাশন ট্র্যাজেডির নবম বর্ষপূর্তিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে নিহতদের স্মরণ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহত-আহতদের পরিবার স্বজনেরা। এ সময় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পুনর্বাসন, ক্ষতিপূরণ ও দোষীদের বিচারের দাবি জানান শ্রমিক সংগঠন ও নিহতের পরিবারের স্বজনেরা এবং আহত শ্রমিকরা।
 
বুধবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তাজরীন গামের্ন্টসের ভবনের মূল ফটকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করে নিহতদের।

এদিন সকালে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে প্রথম প্রহরে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক তপন কুমার বলেন, “প্রতিবছরের মতো আজও তাজরীন গার্মেন্টসে নিহতদের ফুলেল শ্রদ্ধা দিয়ে স্মরণ করেছি। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানাই।” এ সময় তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ারের বিচার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

২০১২ সালে ২৪ নভেম্বর আশুলিয়া নিশ্চিতপুরে তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১৪ শ্রমিক প্রাণ হারান এবং আহত ও পঙ্গুতবরণ করেন দুই শতাধিক।

Link copied!