• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কাপড় শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০২:৫৪ পিএম
কাপড় শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

রাজধানীর শাহজাহানপুরের বেনজির বাগান এলাকায় ছাদে সন্তানের কাপড় শুকাতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল হান্নান (৩৫)।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর দেড়টায় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই সাইফুল বলেন, “নিহত হান্নানের ছোট বাচ্চা অসুস্থ। দুপুরে বাচ্চার কাপড় নাড়তে গিয়ে পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে তিন সন্তানের বাবা ছিল।

সাইফুল আরও বলেন, “হান্নান পল্টনে আমাদের মানি এক্সচেঞ্জ অফিসে বসত। বর্তমানে শাহজাহানপুর থানার বেনজির বাগান এলাকার ১২০/১৮ নম্বর বাসার তৃতীয় তলায় থাকত। আমাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গোরা গোরা গ্রামে। আমার বাবার নাম আব্দুল ওয়াদুদ।”

এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা শাহজাহানপুর থানাকে বিষয়টি জানিয়েছি।”

Link copied!