রাজধানীর কল্যাণপুরে নতুন বাজার ৯ নম্বর বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
রোববার (২০ মার্চ) রাত পৌনে ৯টার দিকে কল্যাণপুর নতুন বাজার বস্তিতে আগুন লাগে।
জানা যায়, রাত ৮টা ৫০ মিনিটে বস্তিতে আগুন লাগার পর ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আরও ১৪টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে শুরু করে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, “বেশ বড় জায়গা জুড়ে এই বস্তি। তবে কতগুলো ঘর আছে তা জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে।”
তবে অগ্নিকাণ্ডের কারণ ও উৎসস্থল জানা যায়নি। তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি বলেও জানান তিনি।