করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (৩১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম এ খবর নিশ্চিত করেছেন।
পিএস) মাহমুদ ইবনে কাসেম জানান, গত ২৬ জানুয়ারি বুধবার স্যারের (মন্ত্রিপরিষদ সচিব) করোনার রিপোর্ট পজিটিভ আসে। বাসায় থেকেই তার চিকিৎসা চলছে।শারীরিকভাবেও ভালো আছেন।
খন্দকার আনোয়ারুল ইসলাম ২৮ অক্টোবর ২০১৯ সাল থেকে মন্ত্রিপরিষদ বিভাগের বর্তমান মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পদাধিকার বলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্বও পালন করেছেন। খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব।