• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘এবারও উৎসব ছাড়াই বই বিতরণ’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০৮:২৪ পিএম
‘এবারও উৎসব ছাড়াই বই বিতরণ’

করোনার কারণে এবারও বই উৎসব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মাতুয়াইল প্রেস পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেছেন, “তবে উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে।”

স্কুল থেকে ভাগে ভাগে বই বিতরণ করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “৯৫ ভাগ বই আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলোতে পৌঁছে যাবে। জানুয়ারির প্রথম সপ্তাহে বাকিগুলো যাবে। কাজেই কোনো শিক্ষার্থী সময়ের মধ্যে বই পাবে না, এমনটি নয়।”

বইয়ের গুণগত মানের বিষয়ে দীপু মনি বলেন, “আমরা প্রেস ঘুরে দেখলাম। মান ঠিক আছে বলে মনে হলো।”

এনসিটিবি থেকে প্রতি সপ্তাহে প্রেস পরিদর্শন করা হয় বলে তিনি জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “১৫৮টি প্রেসে মাধ্যমিক ও ৪২টি প্রেসে প্রাথমিকের বই তৈরির কাজ চলছে। আমরা মান ঠিক রাখার চেষ্টা করছি। কেউ সঠিক মান না দিলে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!