• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

এনা পরিবহনের সেই চালক গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৯:৫২ পিএম
এনা পরিবহনের সেই চালক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে যাওয়ার ঘটনায় এনা পরিবহনের সেই বাসচালককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মহাখালী বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। 

আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, “খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে যাওয়ার ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে বিকেলে এনা পরিবহনের চালককে অজ্ঞাত আসামি করে খিলক্ষেত থানায় মামলা করেন আহত মাইক্রোবাসচালক। মামলার বিষয়টি রাতে জাগো নিউজকে নিশ্চিত করেন খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম বলেন, “সকাল সাড়ে ৯টায় মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এনা পরিবহনের বাসটি উত্তরার দিক থেকে আসা মাইক্রোবাসের ওপরে উঠে যায়। এ ঘটনায় মাইক্রোবাসচালক বাদী হয়ে থানায় মামলা করেছেন।”

Link copied!