• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

একশর ওপরে মৃত্যু, শনাক্তে রেকর্ড  


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:২৪ পিএম
একশর ওপরে মৃত্যু, শনাক্তে রেকর্ড  

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন আট হাজার ৮২২ জন। 

বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১৫ জনের মৃত্যু হয়েছে। আজ দেশে টানা চতুর্থ দিনের মতো একদিনে মৃত্যু একশর ওপরে। এতে মোট মৃত্যু সংখ্যা ১৪ হাজার ৫০৩।

এক দিনে শনাক্ত হয়েছেন আট হাজার ৮২২ জন। যা কিনা দেশে মহামারিকালে একদিনের সর্বোচ্চ শনাক্ত। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ১৩ হাজার ২৫৮।

১১৫ জনের মধ্যে ১৭ জন ঢাকার, চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ২৩, খুলনায় ৩০, বরিশালে ২, সিলেটে ৩, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ৬ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৭২ জন পুরুষ এবং ৪৩ জন নারী।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!