• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

একটি মানুষও দরিদ্র থাকবে না: প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০১:২৩ পিএম
একটি মানুষও দরিদ্র থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “শহীদ পরিবার কিংবা মুক্তিযোদ্ধা পরিবার অথবা গণহত্যার শিকার পরিবার ভিক্ষা করে জীবিকা নির্বাহ করবে, তা আমি দেখতে চাই না। এ বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ ভূমিকা রাখতে হবে।”

মঙ্গলবার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন শুরু হয়। করোনা মহামারির কারণে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এই সম্মেলনের উদ্বোধন করেন। তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে।

প্রধানমন্ত্রী বলেন, “এ দেশে একটি মানুষও দরিদ্র থাকবে না। জাতির পিতা আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। আমরা সেই দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছি। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন এ দেশে কোনো মানুষ ভিক্ষাবৃত্তি করবে না। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। মাঠ প্রশাসনকে এসব বিষয়ে ভূমিকা রাখতে হবে।”

আওয়ামী লীগ সরকার আসার পর সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে এবং তাদের দায়িত্বও বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন ৭, দ্বিতীয় দিন ৮ এবং তৃতীয় দিন ১০টি অধিবেশন হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে ডিসিদের অধিবেশনগুলোও ভার্চুয়ালি অনুষ্ঠিত  হবে। সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি।

Link copied!