• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৩:২৭ পিএম
ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

আটকরা হলেন : মো. ফারুক হোসেন ও মো. নাহিদ হাসান। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস উদ্ধার করা হয়।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর প্লানার্স টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

গোয়েন্দা মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিকদার মো. হাসান ইমাম জানান, কয়েকজন মাদক কারবারি প্লানার্স টাওয়ার সংলগ্ন গলির মুখে ইয়াবা বিক্রি করছে। এমন তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশের গোয়েন্দা টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১০ হাজার পিস ইয়াবাসহ ফারুক ও নাহিদকে আটক করা হয়।

শিকদার মো. হাসান আরও জানান, গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

Link copied!