• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ইসি নিয়ে মাথাব্যথা নেই : ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০১:৩৯ পিএম
ইসি নিয়ে মাথাব্যথা নেই : ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নতুন নির্বাচন কমিশন নিয়ে মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “সরকার ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার (ব্যবস্থা) সরিয়ে দিয়েছে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। কারণ আওয়ামী লীগ সরকার থাকলে কোনো নির্বাচন হবে না। সেই নির্বাচনে বিএনপি যাবে না।”

বিএনপির মহাসচিব আরও বলেন, “সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচন করা। কিন্তু বর্তমান সরকার সে ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।”

সরকারের পদত্যাগ দাবি করে মির্জা ফখরুল বলেন, “এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশন নয়, তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।”

এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ দেন। একই সঙ্গে চার কমিশনারকেও নিয়োগ দেন তিনি।

নিয়োগপ্রাপ্ত চার কমিশনার হলেন সাবেক জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

Link copied!