• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘ইউপি নির্বাচনে প্রাণহানির দায় নেবে না ইসি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৭:১৬ পিএম
‘ইউপি নির্বাচনে প্রাণহানির দায় নেবে না ইসি’
ছবি: সংগৃহীত

দেশে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তার দায় নেবে না নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সারা দেশের ২০ জেলার ২৪ উপজেলার ১৩৮টি ইউপিতে ভোট হয়েছে। এই নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই জন নিহত হয়েছেন।

ভোটের পর বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে আসেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

কমিশনের অতিরিক্ত সচিব বলেন, “গোষ্ঠীগত বিরোধের কারণে ঝামেলা হয়েছে। তবে সপ্তম ধাপের ইউপি নির্বাচনে প্রাণহানির ঘটনায় কমিশনের দায় নেই।”

এর আগে ২০২১ সালের জুন থেকে শুরু হওয়া ইউপি নির্বাচনে আজকের (সোমবার) দুইজনসহ অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। তবে ষষ্ঠ ধাপে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, কারচুপির অভিযোগে প্রার্থীর ভোট বর্জনের খবর মিললেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এছাড়া পঞ্চম ধাপে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এ ছাড়া চতুর্থ ধাপে তিনজন, তৃতীয় ধাপে অন্তত ১০ জন, দ্বিতীয় ধাপের আগে পরে ১৬ জন ও প্রথম ধাপে সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
 

Link copied!