মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হওয়া আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শেষ হয়েছে ধানমন্ডিতে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় শোভাযাত্রা শুরুর কথা ছিল। তবে তা শুরু হয় বেলা সাড়ে ৩টার পর। আর শেষ হয় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে।
এর আগে থানা-ওয়ার্ডের আলাদা ব্যানারে নেতা-কর্মীরা মিছিল নিয়ে ধীরে ধীরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে যান। এ সময় শোভাযাত্রাটি শাহবাগ, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। একে কেন্দ্র করে মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
এদিকে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু বিজয় শোভযাত্রার উদ্বোধন করে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। অসাম্প্রদায়িক শক্তি থেমে নেই। তাদের রুখে দিতে সবাইকে এক থাকতে হবে।
বিজয় শোভাযাত্রায় নেতা-কর্মীদের ঢল নামে। এতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে দলে দলে অংশ নেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, পতাকা, নৌকা, বাদ্যযন্ত্র। তারা বাদ্যের তালে তালে নেচে-গেয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যান।