• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আবার ভার্চুয়াল বিচার কার্যক্রম 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৪:১৩ পিএম
আবার ভার্চুয়াল বিচার কার্যক্রম 

সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আবার ভার্চুয়াল বিচার কার্যক্রম শুরু হচ্ছে বুধবার (১৯ জানুয়ারি) থেকে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

এরআগে সকালে এজলাসে এসে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, “করোনা সংক্রমণ বেড়ে গেলে আবারও ভার্চুয়ালি কোর্ট পরিচালনা হতে পারে। চারদিকে যে অবস্থা (করোনা সংক্রমণ) দেখছি, ইতোমধ্যে আমাদের ১৩ জন বিচারপতি ও নিম্ন আদালতের ৩৬ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। অনেক কর্মীও করোনা আক্রান্ত। আমরা হয়তো আবারও ভার্চুয়াল কোর্টে ফিরে যাব।”

“ভার্চুয়াল কোর্টে যে মামলা নিষ্পত্তি কম হয়, তা নয়। আমরা বিষয়টি সিরিয়াসলি ভাবছি।”

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, “ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও কয়েকজন আইন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।”

আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী বলেন, “মানুষের জীবন আগে। অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!