• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আবারও আইসিইউতে রওশন এরশাদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ১২:৫৫ পিএম
আবারও আইসিইউতে রওশন এরশাদ

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে।

শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টা ২০ মিনিটে থাইল্যান্ডে অবস্থানরত ছেলে সাদ এরশাদ এ তথ্য জানান।

সাদ এরশাদ জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রওশন এরশাদ। গত ২৫ নভেম্বর কেবিন থেকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।

সাদ এরশাদ আরও জানান, রওশন এরশাদের অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় এবং আরও কিছু শারীরিক জটিলতা দেখা দিলে তাকে আইসিইউতে নেওয়া হয়। অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ার আগে রওশন এরশাদের বুকে কফ জমে যায়। তার অবস্থা এখনো আগের মতোই রয়েছে।

৫ নভেম্বর বাংলাদেশ থেকে যাওয়ার পর তাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে নেওয়া হয়।

Link copied!