‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক সেমিনার ও বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান- ২০২১ অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেলেন বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ার।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে সার্কিট হাউস রোড়স্থ তথ্য ভবন অডিটরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।
স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক নেতা সৈয়দ ইশতিয়াক রেজা।