• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইসিইউতে রওশন এরশাদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০৬:৫৬ পিএম
আইসিইউতে রওশন এরশাদ

অক্সিজেন লেবেল কমে যাওয়ায় এবং কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মামুন হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

মামুন হাসান জানান, সিএমএইচে শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রওশনের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইড পাওয়ায় তাকে ভর্তি করা হয়েছে। আজ (সোমবার) তার (রওশন) শারীরিক পরিস্থিতি আগের চেয়ে অনেক স্থিতিশীল আছে।

বিরোধী দলীয় নেতার দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনের ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি দুই মেয়াদে সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন।

Link copied!