• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অজ্ঞান পার্টির খপ্পরে দুইজন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০৮:৩১ পিএম
অজ্ঞান পার্টির খপ্পরে দুইজন

রাজধানীর পৃথক এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দুজন। তারা হলেন : মো. সোহাগ (৩৩) ও মো. শাহ নেওয়াজ (৫৫)।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। 

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোমেন বলেন, ‍“ফুলবাড়িয়া মার্কেটের পেছনের রাস্তা থেকে অচেতন অবস্থায় সোহাগকে উদ্ধার করি। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার ভাই সোহান এসেছেন। আমরা তার ভাইয়ের কাছে সোহাগকে কাছে বুঝিয়ে দিয়েছি।”

সোহাগের ছোট ভাই সোহান বলেন, “আমার ভাই কাওরান বাজার এলাকায় জনতা হার্ডওয়ার স্টোরে চাকরি করে। সকালে সে বাসা থেকে বের হয়। দোকানের পাওনা ৪৪ হাজার টাকা ছিল তার কাছে, সব টাকা ও মোবাইলফোন নিয়ে গেছে প্রতারক চক্র।”

অন্যদিকে মো. শাহ নেওয়াজের জামাতা খাইরুল ইসলাম বলেন, “আমার শ্বশুর একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। দুপুরে উত্তর বাড্ডার বাসা থেকে রাইদা পরিবহনে করে পোস্তগোলা যাচ্ছিলেন। গাড়িতেই প্রতারক চক্র তাকে কিছু খাইয়ে অজ্ঞান করে বাসে রেখে যায়। পরে পোস্তগোলা রাইদা পরিবহনের কাউন্টার থেকে ফোন দিয়ে আমাদের জানালে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। যেহেতু তিনি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন তার কাছে অনেক টাকা ছিল। তবে কত টাকা ছিল সে বিষয়ে সুস্থ হলে জানা যাবে।”

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। পরে তাদের পাকস্থলী ওয়াশ করা হয়।” 

পরে মিটফোর্ড হাসপাতালে পাঠান চিকিৎসক বলে জানান তিনি।

Link copied!