যদি বীজের কীর্তি মনে করিয়ে দিই
ফাটল মুখ্য হতে পারে কীভাবে―
এই আকাশ এই মৃত্তিকা অভিন্ন
জানালাশোভা নিংড়ে
জলফাটা কারও মুখ ভেসে ওঠে অমিতাভ
ঠিক তা নয়, ধরা যাক ও কোণে বিকাশ প্রস্তাব
যদি দিগন্ত সেচ উদ্দাম ছিঁড়ে ফেলি
নৈর্ঋতে তোমার চোখ ভরসা করবে। কী করা?
ওই আতশ ভুবনে গজিয়ে উঠবে অলাতধাঁধা
আমরা সাজাব দাম্পত্য!
ও তো মেঘ! ও তো উপহাস! রোষকথা ছিটাচ্ছি কেন?
তাকে বলি শব্দ, বলা হয় শিল্প, বলা হোক ধান।