• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সেই সব তলকথা


অরবিন্দ চক্রবর্তী
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৬:৫৪ পিএম
সেই সব তলকথা

যদি বীজের কীর্তি মনে করিয়ে দিই
ফাটল মুখ্য হতে পারে কীভাবে―

এই আকাশ এই মৃত্তিকা অভিন্ন
জানালাশোভা নিংড়ে
জলফাটা কারও মুখ ভেসে ওঠে অমিতাভ

ঠিক তা নয়, ধরা যাক ও কোণে বিকাশ প্রস্তাব

যদি দিগন্ত সেচ উদ্দাম ছিঁড়ে ফেলি
নৈর্ঋতে তোমার চোখ ভরসা করবে। কী করা?

ওই আতশ ভুবনে গজিয়ে উঠবে অলাতধাঁধা
আমরা সাজাব দাম্পত্য!

ও তো মেঘ! ও তো উপহাস! রোষকথা ছিটাচ্ছি কেন?
তাকে বলি শব্দ, বলা হয় শিল্প, বলা হোক ধান।

Link copied!