রাবণ ডাকে


মামুন মুস্তাফা
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ০৬:০৯ পিএম
রাবণ ডাকে

পথে পথে ছড়িয়ে দিলে ঝিনুকের খোল
মৃত রোশনাই, যতটা গেলে কেশবতীর
চুল শুকানো রোদ মেলে নাটমন্দিরে।
ওখানে ভজনগীতে সান্ধ্যপাখির প্রলাপ,
নীল দোতরার তারে পুড়ে যাচ্ছে গীতশোক।

অন্ধকারের বাঁশি থেকে ফুরিয়ে আসে প্রার্থনা
কথা ছিল রঙধনু সাজে পেয়ে যাবে 
কালিদাসের মেঘ;
এখন জগতের বৈভব নৈঋতে নৃত্য করে, নূপুর 
খোলার ছলে তুমি জেনে যাও সীতার বনবাস!

দূরে রাবণ ডাকে...

Link copied!