• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছবির মানুষ


বঙ্গ রাখাল
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ০৭:০৮ পিএম
ছবির মানুষ

আমাদের বাড়িতে একটি পাখি প্রতিদিন আসতো—পাখিটির গায়ে শুভ্রতার আগুন লাগানো ছিল—এই আগুনে কেউ পোড়ে না—ঝলসেও যায় না—শুধু ভালোবাসা ছড়ায়। তবুও দেখি, সামনে লোকগুলো পুড়ে পুড়ে ছাই হচ্ছে—ধ্বংসের স্তূপ বাড়িয়ে চলেছে... অথচ আমি দাঁড়িয়ে বালকের হাতে; ছবিটির দিকে তাকিয়ে আছি...ছবির মানুষটির জন্য অন্তহীন প্রতীক্ষা—ভীড়ের মধ্যে ঠেলে ঠেলে সামনের দিকে ছুঁটে চলেছি। স্বপ্নগুলো জয়ের—ভয়গুলো হারানোর... হঠাৎ বর্ষণে ভিজে যায় ছবি—মূর্ছনায়  ছেলেটি কাঁদ কাঁদ স্বরে বলে—আমিও তোমার মতো হব নেতা আর বদলে দেবো হায়েনাদের মানচিত্র... কি সেই অবিনাশী উচ্চারণ—নেতা তুমি চিন্তা করিও না আমরা আছি ষোল কোটি জনগণ।
 

Link copied!