• ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০, ২৩ শা'বান ১৪৪৬

বিনয় দত্তের গল্পগ্রন্থ ‘দাসের বলি তাসের দেশে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৩:১৫ পিএম
বিনয় দত্তের গল্পগ্রন্থ ‘দাসের বলি তাসের দেশে’

কথাসাহিত্যিক ও সাংবাদিক বিনয় দত্তের গল্পগ্রন্থ ‘দাসের বলি তাসের দেশে’ প্রকাশিত হয়েছে। গল্পগ্রন্থটি পাঞ্জেরী প্রকাশনির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন মানব। 
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণের পাঞ্জেরীর প্যাভিলিয়ন ২৯-এ বইটি পাওয়া যাচ্ছে। এর মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

বইটিতে ক্ষুরধার অণুগল্প স্থান পেয়েছে। গল্পগুলো ঠিক গল্প নয়, যাপিত জীবনের প্রতিদিনকার দৃশ্যপট যেন। একেক দৃশ্যপটে একেক ধরনের গল্প তুলে ধরা হয়েছে।

গল্পগুলো মূলত জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা, বক্তব্য, সাক্ষাৎকার ও বাস্তব ঘটনার নিরীক্ষে রচনা করা। গল্পগুলোর সময়, কাল, কুশীলব, ঘটনা বেশিরভাগই বাস্তব, কিছুটা কল্পনামিশ্রিত। তবে বুদ্ধিমান পাঠক অনায়াসেই ধরতে পারবেন কতটা কল্পনা আর কতটা বাস্তব।

সত্য ঘটনার মিশেলে এই গল্পগুলো পাঠককে জর্জরিত করবে প্রশ্নবাণে। দাঁড় করাবে ভয়াবহ বাস্তবতার সামনে। এই যন্ত্রণা উপভোগ করতে না চাইলে বইটা এড়িয়ে যাওয়াই মঙ্গল। তবে যারা নতুন স্বাদের গল্প পড়তে চান তাদের সুস্বাগতম ‘দাসের বলি তাসের দেশে’ গল্পগ্রন্থে।

বইটি সম্পর্কে বিনয় দত্ত বলেন, “গল্পগুলো বেশ নিরীক্ষাধর্মী। সেটা যেমন নামের ক্ষেত্রে, তেমনি গল্পের বর্ণনায়। প্রতিটি গল্প বিশদ থেকে বিশদতর করা যেত কিন্তু আমি অণুগল্পের শক্তিতে প্রভাবিত হয়ে নিজের অবস্থান শক্ত রেখেছি। পাঠক গল্পগুলো পড়লে নিজেদের অবস্থান যেমন জানবেন, তেমনি বুঝবেন রাষ্ট্রের দায়দায়িত্ব। সর্বোপরি নিরেট গল্প পাঠের আমন্ত্রণ সবাইকে। যা শুধুই গল্প।”

জানা গেছে, ‘দাসের বলি তাসের দেশে’ এটি লেখকের অষ্টম বই। ২০১৭ সালে চৈতন্য থেকে গল্পগ্রন্থ ‘চিলতে মেঘ ও কুহুকেকার গল্প’, ২০১৮ সালে পুথিনিলয় থেকে উপন্যাস ‘অমৃতায়ন’, ২০১৯ সালে পুথিনিলয় থেকে সমকালীন কথনমালা ‘এই শহর সুবোধদের’, ২০২০ সালে পুথিনিলয় থেকে সমকালীন কথনমালা ‘আরোপিত এই নগরে’, ২০২২ সালে পুথিনিলয় থেকে সমকালীন কথনমালা ‘অর্বাচীনের আহ্নিক’, ২০২৩ সালে পুথিনিলয় থেকে সমকালীন কথনমালা ‘প্রহসনের এক রাত্তির’ এবং ২০২৪ সালে পুথিনিলয় থেকে সমকালীন কথনমালা ‘ভালো রঙের মানুষ চাই’ প্রকাশিত হয়।

লেখক পরিচিতি:

বিনয় দত্ত। মুক্তমনা কথাসাহিত্যিক এবং প্রতিশ্রুতিশীল সাংবাদিক। জন্ম ২০ ফেব্রুয়ারি, নন্দনকানন, চট্টগ্রাম। বেড়ে ওঠা চট্টগ্রামে। বাবা অনিমেষ চন্দ্র দত্ত ও মা মিনু দাশ।
ছেলেবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। সাংস্কৃতিক কর্মী হিসেবে তার অবস্থান সদৃঢ়।

লেখালেখির শুরু ছেলেবেলাতেই। ২০০৫ সাল থেকে লেখক হিসেবে নিজেকে তৈরি করার লক্ষ্যে সক্রিয় সাহিত্যচর্চা শুরু করেন। সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত গবেষণায় যুক্ত আছেন। মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ে দেশের স্বীকৃত জার্নালে তার একাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বিশেষভাবে কাজ করছেন দেশভাগ নিয়ে।

গল্পগ্রন্থ : ‘চিলতে মেঘ ও কুহুকেকার গল্প’,


উপন্যাস : ‘অমৃতায়ন’,
সমকালীন কথনমালা : ‘এই শহর সুবোধদের’,
সমকালীন কথনমালা : ‘আরোপিত এই নগরে’,
সমকালীন কথনমালা : ‘অর্বাচীনের আহ্নিক’,
সমকালীন কথনমালা : ‘প্রহসনের এক রাত্তির’,
সমকালীন কথনমালা : ‘ভালো রঙের মানুষ চাই’,

স্বীকৃতি: ‘আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতা পুরস্কার ২০২০’-এ প্রথম স্থান অর্জন।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!