বিজয়ের প্রণতি । নাহিদা আশরাফী


নাহিদা আশরাফী
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৫:০৪ পিএম
বিজয়ের প্রণতি । নাহিদা আশরাফী

দূরের বাতিঘরের মতো 
জেগে থাকে তার চোখ 
যেন নাবিকের সমুদ্রসুরা

সেই চোখ খুঁজে ফেরে
জাহাজের মাস্তুল আর 
আলবাট্রসের ডানায় 
ভর করে নেমে আসা ভোর

সেই চোখ জানে 
জানো তুমি, জানি আমি
সে আর কোনো ভোর নয়
এক বিজয়ী ডিসেম্বর

অনাবাদি সবুজ, পথ কেটে
ঢোকে জলের জরায়ুতে 
যেন সদ্যোজাত যিশু এক

যে যিশু দোয়াতে ভরে
নীল আসমান, দিগন্ত দিশায় 
আঁকে সংগ্রামী ফুল, আঁকে
সতেজ অমরাবতী

সেই ফুল আর কোনো ফুল নয় 
জানো তুমি আর জানি আমি 
স্বাধীন বেদিতে জমা থাকা 
রক্তস্নাত বিজয়ের প্রণতি

Link copied!