অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে অধ্যাপিকা ফেরদৌসী জাহান সিদ্দিকা রচিত ‘উজ্জীবিত হোক তারুণ্য শক্তি নজরুল আদর্শে’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির নজরুল মঞ্চে বিপুল সমারোহে এই মোড়ক উন্মোচন করা হয়।
লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের সঞ্চালনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নজরুলপ্রেমী, মহান জুলাই অভ্যুত্থানের প্রেরণায় উজ্জীবিত তরুণ সমাজ এবং আন্দোলনে মুখ্য ভূমিকা পালনকারী সম্মানীয় ব্যক্তিবর্গ এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি জনাব মোহাম্মদ রামজান আলী।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্রী এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব খিলখিল কাজীর শুভেচ্ছার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পপতি, স্বনামধন্য উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. কামরুল আহসান, অ্যাডভোকেট শরিফুল হক সিদ্দিকী এবং বীর মুক্তিযোদ্ধা কর্ণেল মঈনুল হক (অবঃ)।
সাম্য, মানবতা ও ন্যায়পরায়ণতার কবি কাজী নজরুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের তরুণদের অবদান ও ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। বক্তারা বলেন, শহীদ আবু সাইঈদ এক বিপ্লবের মশাল জ্বালিয়ে গিয়েছেন যা কেবল বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের প্রতিবাদী কণ্ঠের প্রতীক। তিনি ছিলেন অবিচল, অমর! শহীদ আবু সাইঈদের আত্মত্যাগ নজরুলের বিদ্রোহী চেতনাকে নতুন মাত্রা দিয়েছে।
বক্তারা আরও বলেন, ট্যাঙ্ক ম্যান, চে গুয়েভারা, মালালা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং-এর মতো শহীদ আবু সাইঈদের প্রতিচ্ছবি ‘চির উন্নত মম শির’ হয়ে উঠতে পারে আন্তর্জাতিক প্রতীক।
জানা যায়, অধ্যাপিকা ফেরদৌসী জাহান সিদ্দিকা দীর্ঘদিন ধরে তৃণমূল থেকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় নজরুল চর্চা কেন্দ্র। সংগঠনটি সাম্য, মানবতা ও ন্যায়পরায়ণতার কবি কাজী নজরুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাদেরকে সাহসী, সচেতন ও সংগ্রামী মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ‘নজরুল কে জানো’ – এই দর্শনের আলোকে সংগঠনটি বিশ্বব্যাপী নজরুলের মানবতাবাদী আদর্শ ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অধ্যাপিকা ফেরদৌসী জাহান সিদ্দিকা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনকে একটি বিশেষ সম্মাননা এবং নজরুল আদর্শে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে একটি কর্ম পরিকল্পনা প্রদান করেন।