তরুণ কবি মামুন তালুকদারের ‘দুঃখ তুমি পুড়িয়ে যাও’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন।
সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে বলাকা প্রকাশন স্টলে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এসময় রেজাউদ্দিন স্টালিন বলেন, “মহাজ্ঞানী, মহাজনেরা যে পথে গমন করেন, কবিরা সে পথে যান না। রবীন্দ্রনাথ যে পথে গেছেন, কাজী নজরুল কিন্তু সে পথে যাননি। কবিদের পথ সব সময়ই ভিন্ন। তারা নিজেরাই পথ তৈরি করেন।”
‘দুঃখ তুমি পুড়িয়ে যাও’ কাব্যগ্রন্থ প্রসঙ্গে রেজাউদ্দিন স্টালিন বলেন, “বিশ্বজুড়ে যে যুদ্ধ চলছে তার স্ফুলিঙ্গ যেন তরুণ কবি মামুন তালুকদারের কবিতায় প্রতিধ্বনিত হয় নীরবে।”
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি ও প্রকৌশলী মো. ফরিদুজ্জামান, শব্দকুঠি সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক কবি রোকসানা রহমান, কবি লিলি হক, সাংবাদিক ও লেখক নিয়ন মতিয়ুল, কবি শরীফ খান দীপ, কবি আশফাকুজ্জামান, কবি মেরিনা সুলতানা, বিমান বাহিনীর কর্মকর্তা মো. আবুল ফয়েজ, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রবিন তালুকদার, কবির সহধর্মিনী ফাতিমা সীমা ও কন্যা মাহনূর মামুন দোয়া, সাহিত্য সমঝদার তাপস সর্দার, মাহমুদুল হাসান সৈকত, শিক্ষার্থী সাবিত তালুকদার বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান বলাকা প্রকাশনের স্বত্বাধিকারী কবি ও সাংবাদিক শরীফা বুলবুল।