হাড়ের পাহাড় থেকে জন্ম নেয়া সশস্ত্র সুন্দর
মনের করোটি হায়! দুঃস্বপ্ন বেষ্টিত দেয়ালের
ইটগুলো গুঁড়ো করে স্বপ্নসৌধ দিয়েছিল গড়ে;
রক্তক্ষয়ী একাত্তর। এ মাটি ফুঁড়ে জেগে উঠেছে...
ক্রমাগত যুদ্ধ মৃত্যু অতঃপর শতশত স্মৃতি;
স্বজন হারানো ক্ষত, কখনোই স্মৃতিহীন নয়
বিয়োগব্যথার দুঃখ মুছে ফেলা যায়নি, যাবে না।
আনন্দ দিনের গান আমি গাই এই জনপদে;
এ সূর্য স্বাধীন। স্বাধীন এদেশ, মাটি, রৌদ্র।