• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইয়ের মোড়ক উন্মোচন করে প্রকাশনীর আত্মপ্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০৪:৪৩ পিএম
বইয়ের মোড়ক উন্মোচন করে প্রকাশনীর আত্মপ্রকাশ

আত্মপ্রকাশ করল নতুন প্রকাশনী সংস্থা ‍‍‘আদর্শলিপি‍‍’। ৯ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রসেজে দুটি বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে নিজেদের যাত্রা শুরু করে আদর্শলিপি। 

মোড়ক উন্মোচন করা দুটি বই প্রণয়ন করেছেন গবেষক মমতাজুল ফেরদৌস জোয়ার্দার। বই দুটি হলো: ওয়ার্ল্ড লিডার্স ট্রিবিউটস টু দ্য বার্থ সেন্টেনারি অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উন্নয়ন স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নকারী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

এ সময় সেখানে বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক কানাই লাল সরকার, এ কে এম মিজানুর রহমান, ফরিদ আহমেদ, কবির চৌধুরী তন্ময় প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আদর্শলিপির প্রকাশক দিলশাদুল হক শিমুল।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!