• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘোর


গিরীশ গৈরিক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০১:২৪ পিএম
ঘোর

যারা এখানে একদিন প্রেমিক সেজে এসেছিল
তারা আজ অন্তরীণ—জলের সংসারে।
জল যেভাবে ডুবায় ফসলের ক্ষেত 
তারও অধিক ডুবায় ব্যর্থ প্রেমের চক্ষুপুকুর।
যেমনি ডুবে থাকে ধুকপুক বুক নিয়ে অপ্রকাশিত কবিতার খাতা 
আমার যে হাত তোমায় আঘাত করে
সে হাত আজ অভিশপ্ত হোক।

বাতাসে উড়িয়ে নিয়ে যাক আমার প্রণয়কুটির 
যে কুটিরে তোমার উজ্জ্বল হাসির শব্দ নেই 
সে কুটির হোক সাপ ও ব্যাঙের সন্ধিস্থল।
তোমার যে স্পর্শ আমার শরীরে কাঁপুনি ধরিয়ে দেয়  
আজ সে স্পর্শ হোক হিমালয়ের মতো শীতল
কিম্বা মরুভূমি জয়ের মতো উষ্ণ।

Link copied!