একটু আগের কথা। আমার মধ্য থেকে একজন ব্যক্তি বেরিয়েছে। লোভে তার চোখ জ্বলজ্বল করে জ্বলছে। সে শরীরী লালসায় হিংস্র হয়ে ছুটছে। হঠাৎ আমার মধ্য থেকে হাজার আমি বের হয়ে তার শার্টের কলার ধরলাম। দেদার জোরসে ওর গালে চড় মারলাম। সে হতভম্ব হয়ে প্রশ্ন করল, তোমরা কারা? আমি একা বললাম, মানুষ বলছি। সে হেয় ভঙ্গিতে হেসে উঠল। ঠিক তখনই আমার মতো হাজার আমি ওর দিকে বুক ফুলিয়ে চোখ রাঙিয়ে একত্রে বললাম, সাবধান! আমরা মানুষ বলছি। তখন আকাশ-বাতাস যেন এক পবিত্র বজ্রে কাঁপিয়ে দিল নির্লজ্জ কাপুরুষত্ব ও লোভ-লালসা। তখন লোকটি থরথর কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলল, আমিও মানুষ হব।