• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ । স্নিগ্ধা বাউল


স্নিগ্ধা বাউল
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ০৫:৩৮ পিএম
বাংলাদেশ । স্নিগ্ধা বাউল

ভোরের কোকিল ডেকে যাচ্ছে ঢাকার বারান্দায় 
মায়ের স্বরে ডাকছে মেঘনা স্বপ্নের আয়নায় 
আলোর সাথে খেলছে দেখি টুনটুনির এক লেজ 
চড়ুই এলে পালাচ্ছে কেমন হারায়ে নিজের তেজ 
রক্তজবার সবুজ পাতায় ঘর বেঁধেছে একটি পোকা
বুলবুলি বলে অচিন পাখি দেয় যে আমায় ধোকা  
অপরাজিতার নীলচে রঙে ধনে খালীর শাড়ি পরে
মায়ের মতো মনের ঘরে ছটাং ছটাং মাছি উড়ে 
হাসনা হেনার বুকের মাঝে সবুজ রঙের কুঁড়ি 
আমি তো ভাই এসব দেখে সুতাকাটা এক ঘুড়ি 
বিদেশ বিভূঁই কোথায় পাব এমন সকল কিছু 
হোক না সব মানুষেরা লাগছে কেবল পিছু 
আমার দেশের নামটি এমন সোনার বাংলাদেশ 
বাংলাদেশে জন্মে আমার গর্বের নাই শেষ। 

Link copied!