• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

গুচ্ছ কবিতা । সিদ্ধার্থ অভিজিৎ


সিদ্ধার্থ অভিজিৎ
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০২:৩৪ পিএম
গুচ্ছ কবিতা । সিদ্ধার্থ অভিজিৎ

নামে কী যায় আসে!

বাবাকে বাবা নামে ডাকি,
মাকে যত্ন করে মা—
সম্বোধনের ফিতা
কেটে কেটে
ডাকি
একে— ওকে।

নিজেকে ডাকার মতো নাম
খুঁজি, খুঁজি—

অভিধানের পাতার উপরে
টেবিল ল্যাম্প বরাবর ঝুলে আছে
জ্বলজ্বলে এক জোড়া চোখ।

 

নৈকট্য
▪️
প্রকৃত নিকটে গেলে
নিকটও নৈকট্য হারায়।

অংশুমান অকপটে একা—
সাত এবং পাছের খবর রাখে না।

 

 

কদমিক
▪️
ধরে আসা বৃষ্টিকে
গ্রেফতার করি প্রেমের উপমায়।

ধরো, এখন জ্যোৎস্না ফুটেছে
বিরহী রাধাচূড়ার মতো—
‍‍`অপেক্ষা‍‍` শব্দটাকে মর্যাদা দিতে গিয়ে
কারো কারো ডাক নাম
‍‍`অপেক্ষা‍‍` হয়ে যায়

ধরে নিলাম পুনরায় বৃষ্টি হচ্ছে—
ভিজব নাকি ভিজব না
এই দোলাচল
স্বীকার করেও বলা যায়—
কারো প্রতীক্ষা না করে
বর্ষায় কদম ফুটছে
দেহজ লজ্জায়।

Link copied!