বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক ড. মোহাম্মাদ আজমের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় কবিতা পরিষদ নেতৃবৃন্দ। রোববার (২২ সেপ্টেম্বর) একাডেমির মহাপরিচালকের কার্যালয়ে সাক্ষাতের সময় তারা ১৪ দফা সম্বলিত স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে একাডেমির নতুন বানানরীতি বাতিলের দাবি জানানো হয়। একইসঙ্গে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক বিবেচনায় প্রদান করা গত ১৬ বছরের সব পদক ও পুরস্কার বাতিলের দাবি করেছেন।
এছাড়া একাডেমির পত্রিকা ‘উত্তরাধিকার’কে গতিশীল ও সবার অংশগ্রহণমূলক করে তোলা, বইমেলাকে ফ্যাসিস্ট বিরোধী, নিরপেক্ষ ও মেধাভিত্তিক জাতীয় উৎসবে পরিণত করা, আওয়ামী তল্পিবাহক প্রকাশকদের হাত থেকে প্রকাশনা শিল্পকে রক্ষা করার দাবি জানানো হয়।
জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হানের নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহীন রেজা, সদস্যসচিব রেজাউদ্দিন স্টালিন, প্রধান সমন্বয়ক মানব সুরত, দপ্তর সমন্বয়ক কামরুজ্জামান, আসাদ কাজল, এবিএম সোহেল রশিদ, নূরুন নবী সোহেল, সুমনা নাজনীন, রোকন জহুর প্রমুখ।