• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবীর আলমগীরের বই ‘ফ্যাসিবাদ: সাম্প্রতিক বিবেচনা’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৩:৩০ পিএম
কবীর আলমগীরের বই ‘ফ্যাসিবাদ: সাম্প্রতিক বিবেচনা’
কবীর আলমগীর ও তার বইয়ের প্রচ্ছদ। ছবি : সংগৃহীত

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও গবেষক কবীর আলমগীরের বই ‘ফ্যাসিবাদ: সাম্প্রতিক বিবেচনা’। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলানামার ২১৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এটির প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ। বইটির মুদ্রিত দাম ৪০০ টাকা।

বইটিতে রয়েছে ফ্যাসিবাদ কী, ফ্যাসিবাদের বিকাশ, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য, ফ্যাসিবাদ দমনের উপায়, ফ্যাসিবাদের পরিণতি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সমস্যা, ফ্যাসিবাদবিষয়ক সাম্প্রতিক প্রসঙ্গের আলোচনা।

এটি কবীর আলমগীরের বিশ্লেষণাত্মক বই। বইটি সম্পর্কে লেখক বলেন, “এটি বিরূপ রাজনৈতিক সময়ে একটি সাহসী প্রকল্প বটে। কোনো রাজনীতিক, কোনো সংস্থা কিংবা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানকে সরাসরি ফ্যাসিবাদ বলে আখ্যা দেওয়া আমার উদ্দেশ্য না। আমি কেবল ফ্যাসিবাদের তত্ত্বগত বিষয় নিয়ে আলোচনা করেছি। এর মাধ্যমে লেখক হিসেবে সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতা প্রকাশ করতে পেরেছি বলে মনে করি।”

কবীর আলমগীরের বইয়ের মধ্যে আরও রয়েছে, ‘আহমদ ছফার উপন্যাসে সমাজ ও রাজনীতি, কবিতার বই ‘গহীন বুকে বিষের চারা’ প্রভৃতি।

Link copied!