সভ্যতার উপত্যকায় পা রাখবার সিঁড়িগুলো আজ দূর মনে হয়
আমি থাকি ঈশ্বরের ঘরে এবং কতো কাছাকাছি।
অনুভূতির আঁধারে স্পর্শ ক’রে—
হাড্ডি-মাংস, দুমড়ে-মুচড়ে নষ্ট গন্ধে...
আড়ষ্ট শরীর উড়ে যায় বৈরি বাতাসে।
কলাপসিবলে আটকায় চোখ-হাত, সমস্ত শরীর
আলোর আশ্রয় খোঁজে চোখ—
চোখের শিকল ভাঙে; ভাঙে সীমারের সে হৃদয়।