স্মরণ
উচ্চাঙ্গসংগীতের পুরোহিত ওস্তাদ পি সি গোমেজ
উচ্চাঙ্গসংগীত শিল্পী পাসকালস চার্লস গোমেজ সংগীত পুরোহতি; তথা এই উপমহাদেশের সংগীতে রূপ-রস-গন্ধ আস্বাদনের রূপকার। যিনি রেখে গেছেন এই উপমহাদেশের অসংখ্য অনুরাগী ও ভক্ত। তিনি সংগীতকে শ্রদ্ধা ও ভালোবাসতে শিখিয়েছিলেন। তাঁর শিক্ষার্থীদের সংগীতের রস আস্বাদনের সুযোগ করে দিয়েছিলেন। তা ছাড়া তিনি অসংখ্য গুণী শিল্পী রেখে গেছেন। তাঁর জ্ঞান-গুণ সব বিলিয়ে দিয়ে