বিক্ষোভের মুখে বন্ধ হলো নাটক প্রদর্শনী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৮:৪৬ এএম
বিক্ষোভের মুখে বন্ধ হলো নাটক প্রদর্শনী

রাজধানীতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একদল লোকের বিক্ষোভের মুখে নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে মঞ্চায়িত হচ্ছিল দেশ নাট্যদলের মাসুম রেজার ‘নিত্যপুরাণ’ নাটক। নাটকের মাঝামাঝি এসে শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ নাটক বন্ধ করে দিতে বলেন। 

সৈয়দ জামিল আহমেদ বলেন, “বাইরের পরিস্থিতি স্বাভাবিক নয়, মব সৃষ্টি হয়েছে, মবের উত্তেজিত জনতা আগুন দিয়ে দেবে।” 

এরপর নাটকটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সন্ধ্যায় দেশ নাটক প্রযোজিত ‘নিত্যপুরাণ’ নাটকের পূর্বনির্ধারিত প্রদর্শনী ছিল। বিকাল থেকে টিকেট বিক্রিও শুরু হয়। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে একদল লোক শিল্পকলার গেটের সামনে দেশ নাটকের এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে একাডেমির মহাপরিচালক জামিল আহমেদ গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করলে যথারীতি নাটকের প্রদর্শনী শুরু হয়। কিন্তু পরে বিক্ষোভকারীরা আরও সংগঠিত হয়ে নাট্যশালার গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে মহাপরিচালক ‘দেশ নাটকের’ সদস্যদের সঙ্গে কথা বলে প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত নেন।

নিত্যপুরাণ নাটকের নির্দেশক ও নাট্যকার মাসুম রেজা বলেন, “আমরা থিয়েটারটা করতে চেয়েছিলাম। কিন্তু থিয়েটারকে রাজনীতির মধ্যে ফেলে আমাদেরকে নাটক বন্ধ করতে বাধ্য করা হলো। আমরা বন্ধ করে চলে এসেছি। জামিল ভাই তো খুবই চেষ্টা করেছেন যেন নাটকটা শেষ করা যায়। কিন্তু আমাদের বন্ধ করতে হলো, এটা খুবই দুঃখজনক।”

২০০১ সালের জানুয়ারি মাসে প্রথম মঞ্চে আসে ‘নিত্যপুরাণ’ নাটক। এরপর ২০০৪ সাল পর্যন্ত নিয়মিত মঞ্চায়ন হয়। পরে প্রায় এক যুগ প্রদর্শনী বন্ধ থাকার পর ২০১৭ সাল থেকে পুনরায় নিয়মিত মঞ্চায়ন শুরু হয়।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!